Telecom

সব সিমের নাম্বার দেখার কোড 2022 – Check GP Banglalink Robi Teletalk Number Code

সব সিমের নাম্বার দেখার কোড 2022 – Check GP Banglalink Robi Teletalk Number Code:  বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকে থাকে থাকি আর এই ফোন এ কল আসার জন্য  প্রয়োজন হয় সিমের । আর আমরা আমাদের প্রয়োজনে আলাদা আলাদা সিম ( বাংলালিংক ,রবি ,টেলিটক ,গ্রামীণফোন ,এয়ারটেল ) ব্যবহার করে থাকি ।

সব সিমের নাম্বার দেখার কোড ২০২২

আমরা অনেক সময় আমাদের নতুন নাম্বার নেওয়ার ক্ষেত্রে নাম্বারটি ভুলে যায় সে ক্ষেত্রে আমাদের নাম্বারটি জানার প্রয়োজন পড়ে । কিভাবে আপনি আপনার ফোনের ডায়াল কোড এর মাধ্যমে আপনার সিম রয়েছে সেই সিমের নাম্বার জানবেন আজকের এই পোস্টে আমি সেই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরছি ।  আপনারা আপনার ফোনের ডায়াল কোড ব্যবহার করে বিভিন্ন সিমের নাম্বার জানতে পারবেন ।

গ্রামীণফোন নাম্বার চেক করার কোড

গ্রামীণফোন সিমের নাম্বার দেখার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন*2# ( GP Number Check Code)। আপনি সঠিকভাবে করতে ডায়াল করার পর আপনার কাঙ্খিত জিপি ফোনের নাম্বারটি পেয়ে যাবেন ।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

বাংলালিংক নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *511# (Banglalink Number Check Code) । এই করতে আপনি ডায়াল করার সাথে সাথে আপনার বাংলালিংক  সিম নাম্বার দেখতে পাবেন ।

রবি নাম্বার দেখার নিয়ম

রবি নাম্বার দেখার জন্যে আপনার ফোন থেকে ডায়াল করুন *2# (Robi Number Check Code) । এই কোডটি ডায়াল করার পর আপনি আপনার রবি সিমের নাম্বার দেখতে পাবেন।

এয়ারটেল নাম্বার দেখার কোড

আপনার এয়ারটেল সিমের নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *2# ( Airtel number check code) ।  সঠিকভাবে ডায়াল করার পর আপনি আপনার এয়ারটেল নাম্বার দেখতে পাবেন ।

টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম

টেলিটক সিমের নাম্বার জানার জন্য আপনার ফোন থেকে ডায়াল করুন *551# (Teletalk Number Check Code) । এরপরও যদি টেলিটক নাম্বার দেখতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমার টেলিটক নিয়ে আরেকটি পোস্ট করেছে সেই পোষ্টটি দেখে আপনি আপনার টেলিটক নাম্বার দেখে নিন।
সকল সিমের নাম্বার দেখার জন্য সবকটি কোড এই পোষ্টে দেওয়া রয়েছে এরপর যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন।
Back to top button